নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৭ আগস্ট: জয়েন্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে এবার রাস্তায় নামছে তৃণমূল। আগামীকাল কলকাতায় দলের ছাত্র সংগঠনকে রাস্তায় নামাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজেই চাইছিলেন না করোনার আতঙ্কে রাজ্যের ছাত্রছাত্রীরা জেয়ন্ট পরীক্ষায় বসুক।
উল্লেখ্য, পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্য। তারপরেও কেন্দ্র তাদের সিদ্ধান্তে অবিচল। তাই বাধ্য হয়েই একপ্রকার কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধীতা করে দলের ছাত্র সংগঠনকে রাস্তায় নামাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাকায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থাত করবে তৃণমূল ছাত্রপরিষদের রাজ্য নেতৃত্ব। বেলা ১২টায় তৃণমূল ছাত্রপরিষদের নেতারা জয়েন্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে অবস্থানে বসবেন। বেলা ১টা পর্যন্ত তারা অবস্থান চালাবেন।

