নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৯ জানুয়ারি:
লন্ডন নয়, মমতা এরাজ্যকে সিরিয়া বানাবেন বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, এরাজ্যের মানুষকে মুখমন্ত্রী পথে বসিয়ে দিয়ে যাবেন। রাজ্যে যেভাবে বিস্ফোরণ হচ্ছে তাতে ইরাকের কথা মনে পড়ছে। নৈহাটির বিস্ফোরণের ঘটনা ইরাক, সিরিয়ায় দেখা যায় বলে বৃহস্পতিবার রাজ্য সদর দফতরে বসে জানালেন দিলীপ ঘোষ।
তিনি বলেন, নৈহাটির ঘটনা দেখে আমার বুক কাঁপছে। মনে হচ্ছে হিরোসিমা নাগাসাকির মতো পরমাণু বিস্ফোরণ হচ্ছে। একেবারে পরমাণু বিস্ফোরণের মতো ছবি এদিন দেখতে পেলাম। সেই গোলগোল ধোঁয়া আকাশে উঠছে। জল পর্যন্ত নদী থেকে উঠে এসেছে। এমন দৃশ্য ভাবতে পারছি না। আর মুখ্যমন্ত্রী সবকিছু ধামাচাপা দেবার চেষ্টা চালাচ্ছেন। পুলিশের গাড়ি পর্যন্ত এদিনের বিস্ফোরণের ঘটনায় ক্ষতি হয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। মানুষ এই ঘটনায় এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। আর মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় হাঁটছেন। নিজে রাস্তায় চলে এসেছেন। মনে হচ্ছে সবাইকে রাস্তায় বসিয়ে ছাড়বেন। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন, রাজ্যকে লন্ডন বানাবেন। তবে রাজ্যে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা বলছে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় ইরাক ও সিরিয়া বানাবেন বলে জানান দিলীপ ঘোষ।