আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ জানুয়ারি: রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি। উত্তর ২৪ পরগনার সোদপুর নাটাগড় এলাকায় চা চক্রে জনসংযোগ করতে এসে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ফের দাবি করেন বাংলায় ২০০ আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে।
“মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হতে পারে না। নামে মমতা, তবে বঙ্গবাসীর জন্য তাঁর কোনও মায়া মমতা নেই। বাংলায় এত মানুষ মারা যায়, খুন হন, আইন শৃঙ্খলার অবনতি, অথচ কোনও দিন ওনাকে ক্ষমা চাইতে দেখেছেন? যার মধ্যে দয়া মায়া নেই, তাঁর হাত দিয়ে সুশাসন প্রতিষ্ঠা পেতে পারে না। তাই বাংলায় পরিবর্তন আসবে। লোকসভা ভোটে আমরা অল্পের জন্য জিততে পারিনি। এখানে গনতন্ত্র নেই। ১০ কোটি মানুষ বসবাস করে অথচ স্থানীয় পৌরসভা ও পঞ্চায়েত ভোট উনি করান না। যেহেতু পৌরসভা ও পঞ্চায়েত ভোট রাজ্যের হাতে আছে। লোকসভা, বিধানসভা ভোট নির্বাচন কমিশনের হাতে তাই সেগুলো সময়ে হলেও স্থানীয় ভোট করছে না রাজ্য সরকার। তবে আমরা গণতন্ত্রের পক্ষে। মে মাসে বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির সরকার আসবে। মানুষ বাম, কংগ্রেস, তৃণমূলকে দেখে নিয়েছে। এখন একমাত্র বিকল্প বিজেপি। জনগণকে বলব, বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করে না। যা বলে, তাই করে। তাই আপনারা লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেবেন, বিজেপি বাংলায় ২০০ আসন নিয়ে ক্ষমতায় আসবে।” বক্তা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোদপুর নাটাগড় এলাকায় চা চক্রে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে এভাবেই তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।