আমাদের ভারত, ১১ মার্চ: কয়েকদিন আগে রামনবমীতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এপ্রসঙ্গে বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, “নির্বাচনের আগে রাম নবমীকে রাষ্ট্রীয় ছুটি হিসাবে ঘোষণা করাটা মমতা ব্যানার্জির একটা ছল। আসলে মমতা হিন্দুদের ঘৃণা করেন।”
অন্য একটি পোস্টে অমিতবাবু সায়নী ঘোষকে প্রার্থী করার বিরোধিতা করেছেন। সোমবার এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “মহাশিবরাত্রির দু’দিন পরে, মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষকে যাদবপুর থেকে টিএমসি-এর প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। তিনি ভগবান শিবকে অপবিত্র করে… একটি ধর্মান্ধ হিন্দু-বিরোধী পোস্ট দিয়ে সংবাদে এসেছিলেন। মমতা শিবির তাঁর প্রার্থীপদ নিয়ে হতাশ। কারণ তাঁকে অভিষেকের পছন্দ হিসাবে দেখা হচ্ছে।
আরও গুরুত্বপূর্ণ, তাঁর মনোনয়ন, তাঁর হিন্দু-বিরোধী ভাবমূর্তি রক্ষা করার জন্য নিছক একটি কৌশল।