আমাদের ভারত, ২ এপ্রিল: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুধবার ফের এক্সবার্তায় কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু লিখেছেন, “কিভাবে কতগুলো অর্থহীন, সামঞ্জস্যহীন, আবোলতাবোল কথা বলে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর মাথা হেঁট করেছেন মমতা!
কিন্তু কেন? পশ্চিমবঙ্গের অর্ধসাক্ষর মানুষকে বোঝাতে চান, সাদা চামড়ার ‘সাহেব’রা ওঁকে কত খাতির করেছে? ওদের দিয়ে বলাতে চান, “দেখলি, দিদি কি ফাটিয়ে ইংরিজি বলল?”
প্রসঙ্গত, লন্ডনের কেলগ-কাণ্ডের প্রতিবাদ নিয়ে ফের সামনে এসেছে তৃণমূলের মতানৈক্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর দলের ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছেন, কেন রাস্তায় নামল না তৃণমূল ছাত্র পরিষদ? কেন বিক্ষোভ করল না? জনপ্রতিনিধিরা কেন রাস্তায় নামছেন না, তার আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। সৌগত রায় আবার মনে করেন, এই ঘটনায় হইচই করে রাস্তায় নামা উচিত নয়।