নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৯ জানুয়ারি:
বিজেপি বিরোধী ঐক্যে প্রথমেই তাল কাটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে দিল্লিতে একটি বৈঠক হবার কথা ছিল চলতি সপ্তাহে। কিন্তু সেই বৈঠকে যাবেন না বলে স্থির করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তার এই সিদ্ধান্ত এনসিপি নেতা শরদ পাওয়ারকে ফোন করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় নিজের ঘরেই শরদ পাওয়ারকে ফোন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি শরদ পাওয়ারকে ফোন করে বলেন, শরদজি আমি দিল্লি যাব না। বুধবার এরাজ্যে বাম-কংগ্রেস যা করেছে তাতে আমি দিল্লি যাব না।
সূত্রের খবর, ফোনে শরদ পাওয়ারকে এমনটাই বলেছেন তৃণমূল নেত্রী। বুধবার এরাজ্যে বনধে বিক্ষিপ্ত অশান্তি হয়। তাতে গতকাল ক্ষোভপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দিল্লিতে বাম ও কংগ্রেসের সঙ্গে বিজেপি বিরোধী জোটে একসঙ্গে এখনই থাকতে চাননা মমতা বন্দ্যোপাধ্যায়।