আমাদের ভারত, ১০ অক্টোবর: উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা টুইটারে লিখেছেন, “মহান জাতীয় নেতা এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা শ্রী মুলায়ম সিং যাদব জি-র মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া আমাদের দেশের এবং আমাদের রাজনীতির জন্য একটি বড় ক্ষতি। তাঁর পরিবার এবং তাঁর অনুগামীদের প্রতি আমার গভীর সমবেদনা।”
মুলায়ম সিং যাদবের বয়স হয়েছিল ৮৩ বছর। বিগত দু’বছর থেকেই তিনি অসুস্থ। ২ অক্টোবর, রবিবার অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতেও রাখা হয়। প্রাথমিক ভাবে এরপর মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও এই রবিবার আচমকাই অবস্থার অবনতি হয় তাঁর।

