স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ জানুয়ারি: বিজেপি হল ওয়াশিং পাউডার নিরমা, বিজিপিতে গেলেই সব সাদা হয়ে যাবে। তৃণমূলে কালো, বিজেপিতে গেলে ভালো রানাঘাটের হবিবপুর ছাতিমতলা মাঠে বিজেপিকে এভাবেই আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দলবদলের হিড়িক পড়েছে রাজ্যে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের তাবড় তাবড় নেতারা চলে গেছেন বিজেপিতে। তৃণমূল সুপ্রিমো সেই প্রসঙ্গে বলেন, তৃণমূলে থাকলেই ইডি, সিবিআইয়ের ভয় দেখিয়ে তাদেরকে বিজেপিতে যেতে বাধ্য করা হচ্ছে। প্রকারান্তরে বলা হচ্ছে যদি টাকা রাখতে চাও তাহলে বিজেপিতে যাও। যদি দুনম্বরি করতে চাও তাহলে বিজেপিতে যাও। বিজেপি এখন ভারতীয় জাঙ্ক পার্টিতে পরিণত হয়ে গেছে। ডাস্টবিনের মধ্যে সব ঢেলে দিচ্ছে। সেই ডাস্টবিনে থেকে বিজেপি করলে সাতখুন মাপ, অন্যরা করলে বন্ধ ঝাঁপ।
এরপর তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিজেপির তুলনা করেন। তিনি বলেন, ট্রাম্প বিজেপি পয়সার এপিঠ আর ওপিঠ। ট্রাম্পের মতোই বিজেপি হেরে গেলেও জিতেছি বলে ক্ষমতা দখল করে রাখবে।
সংবাদমাধ্যমের তিনি সমালোচনা করে বলেন “দুই একটা সংবাদ মাধ্যম ছাড়া তাদের খবর দেখানো হচ্ছে না। তাঁর অভিযোগ, মিডিয়া পুরো বিক্রি হয়ে গেছে। সারাক্ষণ সংবাদমাধ্যম খুললেই বিজেপি আর বিজেপি। আর কিছু দেখতে পারবেন না। মাত্র একটস ছাড়া প্রত্যেকটা মিডিয়া আজ পুরো বিক্রি হয়ে গেছে।”