Mamata, Crop insurance, রাজ্য শস্য বিমা প্রকল্পে সাফল্যের দাবি মমতার

আমাদের ভারত, ২০ মে: “বাংলার রাজ্য শস্য বিমা’ প্রকল্পের আওতায় সরকার ১ লক্ষেরও বেশি আলুচাষিকে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ১৫৮ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করল।” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

“অত্যন্ত আনন্দের সঙ্গে এ কথা জানাচ্ছি।” কথায় জানিয়ে তিনি লেখেন, “আমি বাংলার সকল কৃষক ও তাঁদের পরিবার-পরিজনকে জানাই আন্তরিক অভিনন্দন। চলতি রবি মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব কৃষকের আলু চাষে ক্ষতি হয়েছিল, তাঁদের এই সহায়তা করা হচ্ছে।

এ প্রসঙ্গে বলি, বাংলার কৃষকরা সম্পূর্ণ নিখরচায় ফসল বিমার সুবিধা পান। সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়।

এটা আমাদের গর্ব যে, ২০১৯ সালে চালু হবার পর থেকে কেবলমাত্র ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পেই আমাদের সরকার বাংলার কৃষকদের মোট ৩,৭২০ কোটি টাকার বেশি সহায়তা প্রদান করেছে। আগামী দিনেও আমরা বাংলার কৃষকদের পাশে এভাবেই থাকবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *