আমাদের ভারত, ২৩ সেপ্টেম্বর: জিএসটি কমানোর কৃতিত্ব প্রকাশ্যেই দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটিকে কটাক্ষ করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি মঙ্গলবার লিখেছেন, “মমতা জিএসটি কমানোর কৃতিত্ব দাবি করছেন। কারণ তিনি স্বাস্থ্য বীমার উপর জিএসটি বাতিলের জন্য চিঠি লিখেছিলেন। দয়া করে হাসবেন না। আমাকে একটি ঘটনার কথা মনে করিয়ে দেয় যখন আমি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে আগরতলা পর্যন্ত ব্রডগেজ রেল সংযোগ উদ্বোধন করতে গিয়েছিলাম। রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাঁই এবং সিপিআই(এম)-এর মুখ্যমন্ত্রী মানিক সরকারও উপস্থিত ছিলেন।
মানিকবাবু দাবি করেছিলেন যে, রেল সংযোগের কৃতিত্ব তার দলের, কারণ তারা এই লাইনের জন্য একটি আন্দোলন করেছে। রাজ্যপাল হিসেবে আমিই শেষ বক্তব্য রাখি। আমি বলেছিলাম যে, যে কোনো আন্দোলনের মাধ্যমে এক মিলিমিটার রেললাইন তৈরি করা সম্ভব নয়। রাজনৈতিক ইচ্ছা থাকলে এই ধরনের লাইন তৈরি করা হয়। মানিকবাবু খুশি হননি।”

