Mamata, Central Government, ‘ম্যান-মেড বন্যার অনেক দুর্দশা’-র জন্য কেন্দ্র ও ডিভিসিকে দুষলেন মমতা

আমাদের ভারত, ৬ অক্টোবর: যদি কেন্দ্রীয় সরকার গঙ্গা-হুগলি নদীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রেজিংয়ের কাজ করত এবং যদি ডিভিসি তাদের পলি তোলার কাজ করত, তবে আমাদের মানুষ উত্তর ও দক্ষিণবঙ্গে এই ম্যান-মেড বন্যার অনেক দুর্দশা থেকে মুক্তি পেতেন। ডিভিসি সেই কাজ ইচ্ছাকৃতভাবে করছে না।

সোমবার উত্তরবঙ্গ যাওয়ার আগে এক্স হ্যান্ডলে এ কথা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, যদি ডিভিসির বাঁধ ও ব্যারেজগুলি আমাদের বিরুদ্ধে এইভাবে ব্যবহৃত না হত, এবং যদি কেন্দ্রীয় সরকারের টাকা অন্যান্য অপ্রাসঙ্গিক এবং জনবিরোধী কাজে নষ্ট না করে বাংলায় প্রয়োজনীয় জনকল্যাণমূলক কাজে খরচ করা হত, তা হলে এই পরিস্থিতি এড়ানো যেত।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের নিজেদের সেচবিভাগের অনেক কাজ এবং বিশেষত চেক ড্যামগুলি অনেক এলাকায় ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হয়েছে।

​আমরা আছি, সর্বদা, প্রতি মুহূর্তে। আমাদের পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক ও কর্মীরা কীভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন, সেইসবের কিছু ছবি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

আমি আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের কিছু এলাকা পরিদর্শন করব এবং আমাদের প্রশাসন প্রতিটি স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য সমস্ত মানবিক সাহায্য পৌঁছে দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *