নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ ডিসেম্বর:
ট্রেন না চালনোর জন্য এবার সরাসরি কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। বুধবার ডোরিনা ক্রসিংয়ে সংশোধনী নাগরিক বিল প্রত্যাহারের দাবির সভায় দক্ষিণবঙ্গে ট্রেন না চলায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোথাও দু-একটি ছোট ঘটনা ঘটেছে। তার জন্য দিনের পর দিন ট্রেন বন্ধ রেখেছে কেন্দ্র। এটা কোনও মতে মানা যায় না। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের ভিষণ ক্ষতি হচ্ছে। তারা কলকাতায় আসতে পারছেন না। এমনকি উত্তরপূর্ব ভারতের মধ্যে যোগাযোগ পুরোপুরি বিপর্যস্ত। মানুষ প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে। আমরা চেষ্টা করছি নিজেদের বাস পরিষেবা স্বাভাবিক রেখে মানুষের কিছুটা উপকার করা।
তবে ট্রেন চলাচল উত্তর ও দক্ষিণবঙ্গে বন্ধ থাকায় মানুষের খুব অসুবিধে হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অবিলম্বে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা উচিত কেন্দ্রের। তারপরেই আন্দোলনকারীদের ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বাস, ট্রেন কখনও বন্ধ করবেন না। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। আপনাদের মনে যা রাগ আছে তা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করে প্রকাশ করুন। সংশোধনী নাগরিক আইন কখনই মানা যায় না। আমি এ রাজ্যে এই আইন কখনই হতে দেবো না বলে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি এই আইন প্রত্যাহার করুন। না হলে দেশের সর্বনাশ হয়ে যাবে।