Mamata, Bidhan Roy, বিধান রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ১ জুলাই: চিকিৎসক দিবসে
প্রত্যেকের সুস্থতা কামনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সোমবার তিনি এক্স বার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেশবরেণ্য চিকিৎসক ড: বিধান চন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার প্রণাম।”

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “সেবাব্রতকে পাথেয় করে যাঁরা দিনরাত অত্যন্ত দায়িত্ব ও কর্মনিষ্ঠার সঙ্গে আর্তের সেবায় নিয়োজিত রয়েছেন, সেই সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আমি জানাই ‘চিকিৎসক দিবস’-এর আন্তরিক শুভেচ্ছা।

চিকিৎসাক্ষেত্রে আমার সকল সহকর্মীর আন্তরিক সহযোগিতা আছে বলেই আমাদের সরকার বিগত ১৩ বছরে বাংলায় স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব আনতে পেরেছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর মাধ্যমে বেসরকারি হাসপাতালে আমাদের সহায়তায় রোগীদের কার্যত নিখরচায় চিকিৎসার ব্যবস্থা, বহু নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তথা স্বাস্থ্যকেন্দ্র ও বহুতর পরিষেবা – সবই আমাদের স্বাস্থ্য-অর্ঘ্য।

প্রার্থনা করি, প্রতিজন মানুষ সুস্থ থাকুন, ভালো থাকুন।

শুভ জাতীয় চিকিৎসক দিবস!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *