Bhanubhaka ভানুভক্তর স্মৃতির প্রতি শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ১৩ জুলাই: নেপালি কবি ভানুভক্তর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভানুভক্ত আচার্য ১৮১৪ খ্রিস্টাব্দের ১৩ই জুলাই (২৯শে আষাঢ় ১৮৭১ বিক্রম সংবৎ) নেপালের তনহুঁ জেলার রামঘা গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেন। শনিবার মুখ্যমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “নেপালি ভাষার অগ্রগামী কবি ভানুভক্ত আচার্যকে তাঁর জন্মবার্ষিকীর এই শুভ উপলক্ষ্যে আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। নেপালি সাহিত্য ও সমাজে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি সর্বদা শ্রদ্ধার সঙ্গে থাকবেন।”

প্রসঙ্গত, প্রতি বছর ভানুভক্ত জয়ন্তী পালন করেন নেপালসরকার, নেপালের জনগণ এবং বিশ্বের সর্বত্র বসবাসকারী নেপালি ভাষার মানুষজন। এটি সাধারণত জুলাই মাসের ১৩ তারিখে অথবা নেপালি ক্যালেন্ডারের আষাঢ় মাসের ২৯ তারিখে অনুষ্ঠিত হয়। এই দিন নেপালি ভাষার লেখক, ঔপন্যাসিক ও অন্যান্য সংস্কৃতি ক্ষেত্রের ব্যক্তিত্বের উপস্থিতিতে মহা সমারোহে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *