আমাদের ভারত, ৩০ মে: গোয়ার রাজ্যদিবসে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে সোমবার তিনি লিখেছেন, “আজ, গোয়ার রাজ্য প্রতিষ্ঠা দিবসে, আমি গোয়ার জনগণের লড়াকু মনোভাবকে শ্রদ্ধা জানাই। তাদের সংগ্রামের কারণেই ১৯৮৭ সালের এই দিনে গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল। আমরা সেই উদ্দেশ্যে যোদ্ধাদের অবদানকে মূল্যায়ন করি এবং তাদের ভূমিকার প্রশংসা করি। গোয়ার উন্নতি হোক।”
প্রসঙ্গত, গোয়ার রাজধানীর নাম পানাজী। ভাস্কো দা গামা এর বৃহত্তম শহর। ঐতিহাসিক মারগাউ শহরে আজও পর্তুগিজ সংস্কৃতির প্রভাব দেখতে পাওয়া যায়। ১৬শ শতকের শুরুতে পর্তুগিজ
নাবিকরা প্রথমে গোয়াতে অবতরণ করে এবং দ্রুত এলাকাটির নিয়ন্ত্রণ নেয়। পর্তুগিজদের এই বহিঃসামুদ্রিক অঞ্চলটি প্রায় ৪৫০ বছর টিঁকে ছিল। ১৯৬১ সালে ভারত সরকার এটিকে ভারতের অংশ করে নেয়।