আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৮ জানুয়ারি: “বিজেপির সাহায্য না পেলে রাজনীতির অতল সাগরে হারিয়ে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৮ সালে ভারতীয় জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ি এবং লাল কৃষ্ণ আদবানি সেদিন আপনার হাত ধরেছিলেন বলেই আজকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মুকুল রায়, সঙ্গে ছিলাম আমি। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা পুরনো দিনের কর্মীরা আপনার সঙ্গ ছেড়ে একের পর এক চলে আসছে, কারন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বদলে গেছেন। বিজেপির পদ্মফুল সেদিন আপনার হাতে তুলে না দিলে আপনি কখনই মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারতেন না।” বললেন শোভন চট্টোপাধ্যায়।
উত্তর ২৪ পরগনার বরানগর থেকে কামারহাটির রথ তলা মোড় পর্যন্ত হুড খোলা জিপে মিছিলের নেতৃত্ব দিতে এসে মিছিলের শেষে সভায় দাঁড়িয়ে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন শোভন চট্টোপাধ্যায়। একই মঞ্চ থেকে সাংসদ অভিষেক বন্দোপাধ্যয়ের নাম করে তাঁর সমালোচনা করেন বৈশাখী বন্দোপাধ্যায়। কি করে অভিষেক বন্দোপাধ্যায়ের এত সম্পত্তি হল জানতে চান বৈশাখী। শোভন, বৈশাখী ছাড়াও ছিলেন সাংসদ অর্জুন সিং।