নীল বনিক, আমাদের ভারত, ২৮ জানুয়ারি: পুরভোটের আগেই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে রদবদলের সম্ভাবনা। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই বিষয়ে একাধিকবার বৈঠক হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। কারণ কাকে সভাপতি করা হবে তা নিয়ে পিসি ভাইপো দ্বন্দ্ব চলছে বলে দলীয় সূত্রে খবর
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে দৌড়ে রয়েছে তৃণমূলের সর্বকনিষ্ঠ দুই মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এবং প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্র সুদীপ রাহা। রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র সুপ্রিয় চন্দও।
পাশাপাশি, শোনা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের বর্তমানে সহ সভাপতি তথা বহুদিনের ছাত্রনেতা গৌতম ভট্টাচার্য এর নামও। শাসক দলের একটি সূত্র বলছে, সুব্রত বক্সি ঘনিষ্ঠ গৌতম দীর্ঘদিন ধরেই এই দৌড়ে রয়েছেন। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন। কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ দেবাংশু, সুদীপ এবং সুপ্রিয়। সে ক্ষেত্রে শেষ পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে কার নামে শীলমোহর পড়ে তা নিয়ে টানাপোড়েন চলছে।
গৌতম ভট্টাচার্য বর্তমানে তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি। খোদ দলনেত্রীর পছন্দের তিনি। তারপরেও তার নামে শিলমোহড় পড়ছে না শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বলে সূত্রের খবর।