মেডিকেল কলেজে একের পর এক উৎপাতের অভিযোগ, রোগী কল্যাণ সমিতি থেকে নির্মল মাজিকে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, ২৬ মে: কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল নির্মল মাজিকে। তার জায়গায় এবার দায়িত্বে এলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই পদক্ষেপ করা হয়েছে উত্তর উলুবেড়িয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে।

চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম ধারাবাহিকভাবে নির্মল মাজির বিরুদ্ধে অভিযোগ এনেছিল। তার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ছিল। কখনো কর্তব্যরত চিকিৎসককে হুমকি, কখনও মেডিকেল কলেজের প্রিন্সিপালদের হুঁশিয়ারি। কখনো সুপারদের ধমক দেওয়া। বারববার বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের এই বিধায়ক।

ডক্টরস ফোরাম থেকে বারবার নির্মল মাজির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে মেডিকেল কলেজে কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে উলুবেড়িয়ার উত্তরের বিধায়ক নির্মল মাজির জায়গায় শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে মনোনীত করা হলো। তবে রোগী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা যেমন ছিলেন তেমন থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *