Mamata, Tapan Sinha, তপন সিনহাকে স্মরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ১৫ জানুয়ারি: “প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিনহা-র প্রয়াণ দিবসে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি পরিচালককে জানাই বিনম্র শ্রদ্ধা।” বৃহস্পতিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “’কাবুলিওয়ালা’, ‘ক্ষুধিত পাষাণ’, ‘ঝিন্দের বন্দী’ থেকে ‘গল্প হলেও সত্যি’ বা ‘সফেদ হাতি’— তাঁর প্রতিটি ছবিই ছিল শিল্পের সঙ্গে জনপ্রিয়তার এক অপূর্ব মেলবন্ধন। তাঁর সৃষ্টি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।”

চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার তপন সিনহা (২ অক্টোবর, ১৯২৪ – ১৫ জানুয়ারি, ২০০৯) ভারতের  সমান্তরাল চলচ্চিত্র আন্দোলনের অন্যতম সমাদৃত নির্মাতা। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের সাথে তিনি কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র পরিচালক চতুষ্টয়ের একজন। তিনি  হিন্দি ভাষার চলচ্চিত্রও তৈরি করেছেন। ১৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। শিল্পকলায় অবদানের জন্য তিনি ১৯৯২ সালে ‘পদ্মশ্রী’-তে ভূষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *