রাজেন রায়, কলকাতা, ১ ডিসেম্বর: বুধবার প্রথম করোনা ভ্যাকসিন পেতে চলেছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তার আগে মঙ্গলবার রাজ্যে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির উদ্বোধনে প্রথম স্বাস্থ্য সাথী কার্ড পেলেন মমতা ব্যানার্জি। আর সেই কার্ড তাঁর হাতে তুলে দিলেন খোদ ফিরহাদ হাকিমই।
কিন্তু এই মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী নন। তিনি গরফার হালতুর বাসিন্দা এক মহিলা। মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ‘দুয়ারে সরকার’ পরিষেবা প্রদান অনুষ্ঠান। ঘটনাচক্রে সেরকমই এক অনুষ্ঠানে ‘দুয়ারে সরকার’ পরিষেবার প্রথম স্বাস্থ্যসাথী কার্ড পেলেন মমতা ব্যানার্জি। তাঁর হাতেই ১০৬ নম্বর ওয়ার্ডের ‘দুয়ারে সরকার’ অনুষ্ঠানে ‘স্বাস্থ্যসাথী স্মার্টকার্ড’ তুলে দিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। ৬৮ বছরের এই মমতা ব্যানার্জি হালতু পূর্বাচলের ৩ নম্বর বস্তির বাসিন্দা। তাঁর স্বামী সাইকেল রিকশা চালাতেন। দু’বছর আগে মারা গিয়েছেন। এখন খুবই কষ্টেসৃষ্টে সংসার চলে মমতার। সরকারি তরফে তাকে প্রথম স্বাস্থ্য বীমা কার্ড তুলে দেওয়া হল।
মঙ্গলবার সকাল ৮টা থেকে কালিদাস মিত্র স্কুলের সামনে লাইন দিয়েছিলেন ১০৬ নম্বর ওয়ার্ডের মমতা। তাঁর বয়সকে সম্মান দিয়ে সকলেই লাইন থেকে সরে যান। তাই তার নাম নথিভুক্ত হল সবার আগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেলেন খোদ ফিরহাদ হাকিম।
মুখ্যমন্ত্রীর সমনামী মহিলার হাতে কার্ড তুলে দেওয়ার পর খুশি তিনি নিজেও।