Mamata, Chittaranjan Das, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ৫ নভেম্বর: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে জন্মদিনের শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার মুখ্যমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “ভারতের স্বাধীনতার আন্দোলনের অন্যতম পুরোধা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকীতে জানাই সশ্রদ্ধ প্রণাম। দেশবন্ধুর আদর্শ, নিঃস্বার্থ দেশপ্রেম সুভাষ চন্দ্র বসু সহ অনেককেই উদ্বুদ্ধ করেছিল দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে।

দেশের মঙ্গলের জন্য তাঁর অবিচল অঙ্গীকার, হিন্দু-মুসলিম ঐক্যের প্রতি বিশ্বাস এবং স্বাধীনতার জন্য তাঁর ত্যাগ ও লড়াই আমাদেরও অনুপ্রাণিত করে চলেছে।”

প্রসঙ্গত, চিত্তরঞ্জন দাশ (৫ নভেম্বর ১৮৭০ – ১৬ জুন ১৯২৫) ছিলেন আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক। তিনি ‘স্বরাজ্য পার্টি’-র প্রতিষ্ঠাতা। তাঁর সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী আইনজীবী হওয়া সত্ত্বেও তিনি তাঁর সম্পদ অকাতরে সাহায্য প্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত এবং ‘দেশবন্ধু’ নামে বিখ্যাত হয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *