Mamata, Begum Akhtar, বেগম আখতারকে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ৭ অক্টোবর: গজল রানী বেগম
আখতারের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মঙ্গলবার এক্সবার্তায় লিখেছেন, “কিংবদন্তি গজল ও ঠুমরি গায়িকা বেগম আখতারকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। তাঁর প্রাণময় সঙ্গীত প্রজন্মের পর প্রজন্ম ধরে হৃদয় ছুঁয়ে চলেছে।”

প্রসঙ্গত, আখতারি বাঈ ফৈজাবাদি বা বেগম আখতার (৭ অক্টোবর ১৯১৪ – ৩০ অক্টোবর ১৯৭৪) একজন স্বনামধন্য ভারতীয় গায়িকা ছিলেন যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের গজল, দাদরা  ও ঠুমরি গোত্রের গান গাইতেন। গানের জন্য সঙ্গীত নাটক অকাদেমী পুরস্কার ও ভারত সরকার থেকে ‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূষণ’ (মরণোত্তর) সন্মানে পুরস্কৃত হয়েছেন। তিনি মালেকা-ই-গজল (গজল রানী) উপাধিতে ভূষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *