লোকনাথ বাবার প্রয়াণ দিবসে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ৩ জুন: লোকনাথ বাবার প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি শ্রদ্ধার সাথে লক্ষ্য করেছি যে শ্রীশ্রী লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী এখন বাংলার অনেক জায়গায় স্মরণ করা হচ্ছে। আমি এই উপলক্ষে মহান সাধকের প্রতি শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ ভক্তদের সাথে যোগ দিচ্ছি।“

প্রসঙ্গত, বাংলা ১২৯৭ সালের ১৯ জ্যৈষ্ঠ (২ জুন, ১৮৯০ খ্রিস্টাব্দ) ১৬০ বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন। দিনটি লোকনাথ ভক্তরা নিষ্ঠার সঙ্গে পালন করেন। ভক্তরা অনেকে বাবা লোকনাথকে শিব লোকনাথ হিসেবেও ডাকেন ও পূজা করেন। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারদী আশ্রমে শেষ জীবন কাটিয়ে সেখানে দেহত্যাগ করেছিলেন। অর্জিত তপস্যাশক্তিবলে মানুষের হিত সাধন করতেন তিনি। তাঁকে স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করা হয়। পৃথিবীর নানা অঞ্চলে তাঁর অগণিত ভক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *