আমাদের ভারত, ২৭ জানুয়ারি: অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার মুখ্যমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আজ বিকেলে চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে আমি শোকাহত। শ্রীলা ছিলেন একজন প্রতিষ্ঠিত এবং শক্তিশালী অভিনেত্রী। তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় চলচ্চিত্রে অসামান্য ভূমিকা পালন করেছিলেন।
তাঁর প্রয়াণ বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ক্ষতি এবং আমরা তাঁর দুর্দান্ত উপস্থিতি হারাব। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”
প্রসঙ্গত, অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বিগত ৩ বছর ধরে ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। মারণ রোগের সঙ্গে লড়াই শেষ হল শনিবার।