Mamata, Dharmendra, মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক ধর্মেন্দ্রর প্রয়াণে

আমাদের ভারত, ২৪ নভেম্বর: “আজ মুম্বাইয়ের কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজি প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।” সোমবার এক্সবার্তায় এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, ভ্রাতৃত্ববোধ, ভক্ত এবং অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। হেমা মালিনীজি, তাঁর পুত্র-কন্যারা এখন তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

প্রসঙ্গত, ধর্মেন্দ্রর শেষকৃত্য মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে সম্পন্ন হয়, যেখানে তার বড় ছেলে সানি দেওল চিতায় আগুন দেন। হেমা মালিনী, এষা দেওল, অমিতাভ বচ্চন, সলমন খান, আমির খান এবং চলচ্চিত্র জগতের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব শেষকৃত্যে অংশ নেন। ভক্ত এবং সেলিব্রিটিরা সামাজিক মাধ্যমে ধর্মেন্দ্রকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *