রাজ্য মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে ব্যর্থমন্ত্রী, বললেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৬ জুলাই: রাজ্য মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে অসফল। সোমবার রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে এইকথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

লকডাউন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে অনেকেই লকডাউন মানেননি। তাদের বিরুদ্ধে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। পাশাপাশি আফমানের ত্রাণ নিয়ে পুলিশ প্রশাসনের কাছে তৃণমূল নেতাদের চুরির তথ্য ছিল। তাও রাজ্যের পু্লিশ কোনও ব্যবস্থা নিতে পারেনি। তাই পুলিশ মন্ত্রী হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি।

রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করে বলেন, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা বলে কিছু নেই। করোনার চিকিৎসা ঠিক মতো হচ্ছে না। চিকিৎসার সরঞ্জাম হাসপাতালে নেই। তাই মাঝেমধ্যেই চিকিৎসা কর্মীরা রাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তাই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। নিজে ব্যর্থ, তাই অন্য ব্যার্থ মন্ত্রীদের সামনে আনছেন না মুখ্যমন্ত্রী। আমফানের ঝড় চলে গেল। কিন্তুু রাজ্যের বিপর্যয় দফতরের মন্ত্রীর ছবি দেখাযায়নি। পরিযাযী শ্রমিকদের নিয়ে রাজ্যের শ্রমমন্ত্রীর কোনও ভাবনাচিন্তা নেই। এইসময়ে তাঁর ছবিও মানুষ দেখতে পারছেন না। আসলে ভোটের সময় ব্যর্থ মন্ত্রীদের সামনে আনতে হবে। তাই মুখ্যমন্ত্রী সব জায়গাতে নিজেই যাচ্ছেন। মানুষ আর ব্যর্থ মন্ত্রীদের দেখতে চাইছে না। শ্যামাপ্রসাদের স্বপ্নের বাংলাতে মানুষ এখন তৃণমূলকে বিদায় দিতে চাইছেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *