করোনা পরিস্থিতি নিয়ে আজ জেলা সভাপতিদের সঙ্গে আলোচনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নীল বনিক, আমাদের ভারত, ৮ মে: করোনা পরিস্থিতি নিয়ে এবার দলের জেলাসভাপতিদের মমতামত শুনতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার দলের সমস্ত জেলার সভাপতিদের সাথে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে বৈঠক।

তৃণমূল ভবন সূত্রের খবর সাড়ে চারটের সময় দলের জেলা সভাপতিদের সঙ্গে কথা বলবেন তৃণমূল নেত্রী। মূলত দলের জেলাসভপতিদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়েই আলোচনা হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, করোনার ত্রাণ নিয়ে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে তা বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ নিয়ে দলবাজি আটকাতে না পারলে তার প্রভাব ২০২১ এর নির্বাচনে পড়েবে তা বিলক্ষন বুঝতে পারছেন তিনি। সেইজন্য করোনা পরিস্থিতি নিয়ে দলীয় নেতাদের কাছে আগামীদিনে সরকারের পরিকল্পনা স্পষ্ট করে দিতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

পাশাপাশি রাজ্যের প্রায় ১০০ পুরসভার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের শেষের দিকে। পুরসভাগুলিতে প্রশাসক বসানো নিয়েও বৈঠকে জেলাসভাপতিদের সঙ্গে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *