Sambit Patra, BJP, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ঘৃণা করেন, মুর্শিদাবাদের ঘটনায় মুখ্যমন্ত্রীকে তোপ দাগল কেন্দ্রীয় বিজেপিও

আমাদের ভারত, ২১ এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ঘৃণা করেন। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সংঘর্ষ নিয়ে এভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগল কেন্দ্রীয় বিজেপি। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা সম্বিত পাত্র। সেখানেই তিনি বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ এবং আক্রমণও শানান।

ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদে যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সংঘর্ষ পীড়িত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাননি? তা নিয়ে প্রশ্ন তোলেন সম্বিত পাত্র। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ঘৃণা করেন বলে আক্রমণ করেন বিজেপি নেতা। তিনি দাবি করেন, মুর্শিদাবাদে যা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের ভাইদের ওপর যদি সেই অত্যাচার হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আন্দোলন করতেন। সেখানে তিনি ক্যাম্প তৈরি করে দিতেন বলেও দাবি করেন বিজেপি নেতা।

তবে কেবল তৃণমূল নয়, বামেদের বিরুদ্ধেও তোপ দাগতে দেখা যায় সম্বিত পাত্রকে। তিনি বলেন, মুর্শিদাবাদের গোষ্ঠী সংঘর্ষে যাদের মৃত্যু হয়েছে তাদের নাম হরগোবিন্দ এবং চন্দন। তারা বামেদের দলের কর্মী ছিলেন, কিন্তু নিজেদের কর্মী হওয়া সত্ত্বেও বামেরা যেমন মুর্শিদাবাদের ঘটনায় ভাবিত নয়, তেমনি দূরত্ব বজায় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও বলে অভিযোগ করেন তিন।

এসবের পাশাপাশি যাদের মৃত্যু হয়েছে তাদের নাম হরোগবিন্দ এবং চন্দন দাস বলেই এই দুই রাজনৈতিক দলের এহেন দূরত্ব বজায় রাখার পালা শুরু হয়েছে বলে বিজেপি নেতার তরফে কটাক্ষ করা হয়।

প্রসঙ্গত, ১১ এপ্রিল থেকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুরে উত্তেজনা ছাড়ায়। ওয়াকফ বিলের প্রতিবাদে শুরু হয় গোষ্ঠী সংঘর্ষ। যার জেরে গোটা এলাকায় যেমন উত্তেজনা ছড়ায় তেমনি দু’জনের খুনের ঘটনা ঘটে, যা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *