নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: পিকের নিরাপত্তা বাড়ালো মমতার সরকার। নবান্ন সূত্রের খবর, প্রশান্ত কিশোরের নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজ্য সরকার। বর্তমানে প্রশান্ত কিশোর রাজ্যের শাসক দলের পরামর্শদাতা। মাঝে মধ্যে তিনি এসে এরাজ্যে থাকেন। তৃণমূল নেতাদের নিয়ে তৃণমূলের সদর দফতরে বৈঠক করেন প্রশান্ত কিশোর।
উল্লেখ্য, বর্তমানে প্রশান্ত কিশোরের কোনও রাজনৈতিক পদ নেই। জেডিইউএ’র সহসভাপতির পদ ছাড়ার পরে প্রশান্ত কিশোর কোনও রাজনৈতিক দলে নাম লেখাননি। মাঝে শোনা যাচ্ছিল প্রশান্ত কিশোরকে রাজ্য সভার সাংসদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জল্পনার মধ্যে এবার প্রশান্ত কিশোরের নিরাপত্তা বৃদ্ধি করলো রাজ্য সরকার। তাকে জেড প্লাস নিরাপত্তা দিচ্ছে রাজ্য সরকার। তবে প্রশান্ত কিশোরের জেডপ্লাস নিরাপত্তা নিয়ে নবান্নের তরফে সরকারি ভাবে কিছু বলা হয়নি। অন্যদিকে এব্যাপারে রাজ্যের শাসক দলের তরফ থেকেও কিছু বলা হয়নি।