পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: নিউ টাউনের একটি আবাসন থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি। ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবারই ওই ঘটনার তদন্তে কেষ্টপুরের একটি ভাড়া বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। উদ্ধার করা হয়েছিল নগদ প্রায় দু’কোটি টাকা। সেই ঘটনায় নিউ টাউন থেকে এবার দু’জন ধরা পড়লেন ইডির জালে। এবার এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষের।

আজ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের বোগদা এলাকায় এক চা চক্রে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি খালি বলেন, টাকা নেই টাকা নেই। উনি জানেন না পশ্চিমবাংলায় কত টাকা লুকিয়ে আছে। কলকাতার বুকে লুকিয়ে আছে। তাদের নিজেরদের দলের লোকেদের কাছেও লুকিয়ে আছে। আর সেটা কেন্দ্র সরকার জেনে গেছে কোথায় কত টাকা আছে। ইডি থেকে সিবিআই জেনে গেছে, তাই যেখান সেখান থেকে টাকা বেরচ্ছে। এই যে লুট চলেছে পশ্চিমবাংলায় গত ১২ বছর ধরে। যত অনৈতিক কাজ যত বেনিয়ম সব কলকাতায়। আমি জানিনা কি করে এসব চলতে পারে বছরের পর বছর? কেন এগুলো সিআইডি দেখতে পায় না? বিজেপি কি করছে সিআইডি-পুলিশ দেখতে পায়। আর এই ধরনের দুর্নীতি দেখতে পায় না।

