মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেন না, মিথ্যে প্রতিশ্রুতি দেন না, আপনারাও দেবেন না, গোপীবল্লভপুরে বললেন সোহম

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ সেপ্টেম্বর: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন মিথ্যে কথা বলেননি বা মিথ্যে প্রতিশ্রুতি দেননি। তাই তাঁর আদর্শ মেনে আমরাও মিথ্যা প্রতিশ্রুতি দেব না– গোপীবল্লভপুর এ এক সভায় একথা বললেন যুব রাজ্য সহ-সভাপতি সোহম চক্রবর্তী। তাঁর পরামর্শ কোনও নেতাকে পছন্দ না হলে আপনারা বসে যাবেন না, আপনারা দল করুন মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে। তিনি যাকে দায়িত্ব দেবেন তাকেই মেনে নিতে হবে।

৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিবসে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের রান্টুয়ার এক অতিথিশালায় বাংলার যুব শক্তির উদ্যোগে পালিত হল প্রশিক্ষণ সভা।

এদিনের এই সভায় প্রায় ২০০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সোহম চক্রবর্তী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চলতে পারলে হয়তো “যুবশক্তি”কে আরও বেশি সাফল করতে পারবো। কারন এই মুহূর্তে যুবশক্তি সারা বাংলা জুড়ে জোয়ার তুলেছে। এই জোয়ারকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে এটা ভারতবর্ষে একটি নজির বিহীন ঘটনা হবে।”
উপস্থিত নেতা কর্মীদের তাঁর পরামর্শ, আপনারা মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। কারণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তজীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি বা মিথ্যা প্রতিশ্রুতি দেননি। তাঁর আদর্শে আমরা অনুপ্রানিত, গোটা বাংলা অনুপ্রানিত। এর পরেই তাঁর গলায় হতাশার সুর শোনা যায়। সোহম বলে, “এখন কিন্তু মনে হচ্ছে আমরা নেত্রীর আদর্শ থেকে কিছুটা সরে যাচ্ছি। কারণ কেউ ভাবছেন ওই ব্লক সভাপতি বসে আছেন, অঞ্চল সভাপতিও বসে আছেন, তাই আমরাও বসে থাকবো। এটা করলে চলবে না।” তাঁর পরামর্শ, ওই দাদা কি করছে সেটা দেখে দল করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দল করবেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেন তাহলে যখন যাকে যে পদে নিযুক্ত করবেন সেটা মেনে নিতে হবে।” এ ব্যাপারে রাজনৈতিক মহলের বক্তব্য, আসলে দলীয় কোন্দল চাপা দিতেই তিনি এই কথা বললেন। বর্তমানে গোপীবল্লভপুর ২এর ব্লক সভাপতি রয়েছেন টিঙ্কু পাল তিনি লোকসভা ভোটের আগে থেকেই এই দায়িত্বে রয়েছেন। এবার তাকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে ওই ব্লকের কার্যকরী সভাপতি কালীপদ সুরের গোষ্ঠী
তারা ইতিমধ্যেই এই দাবিতে সোচ্চার হয়েছেন। এমনকি ফেসবুকেও এই নিয়ে লেখালেখি হচ্ছে। শোনাযাচ্ছে টিঙ্কু পালকে আবারো দায়িত্ব দেওয়া হলে বেশ কিছু নেতা পদত্যাগ করবেন। সেই কারণেই সোহম এই কথা বললেন বলে মনে করছে তৃণমূলের একাংশ।

এদিনের অনুষ্ঠানে, প্রথমে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর ছবিতে মাল্যদান করে এই সভার শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সোহম চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, দেবনাথ হাঁসদা, তৃণমূলের রাজ্য কমিটির সদস্য ছত্রধর মাহাত, ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের সভাপতি শান্তনু ঘোষ , গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক চূড়ামনি মাহাত, জেলা তৃনমুল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক, জেলা তৃনমূল শিক্ষক সংগঠনের সভাপতি স্বপন পাত্র, ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল, গোপীবল্লভপুর ২নং ব্লকের যুবসভাপতি অনুপম মল্লিক, গোপীবল্লভপুর ১নং ব্লকের যুবসভাপতি সত্যকাম পট্টনায়েক সহ যুব শক্তির অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *