Mamata, Chess star, পশ্চিমবঙ্গের দুই সফল দাবা তারকাকে অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ৬ জুলাই: “জর্জিয়ার বাতুমিতে দাবায় অসাধারণ আন্তর্জাতিক সাফল্যের জন্য আমাদের বাংলার দুই ছেলে, সর্বার্থ মণি এবং ঐশিক মন্ডলকে অভিনন্দন।” রবিবার এক্স হ্যান্ডলে এই মন্তব্য লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, “ফাইড (বিশ্ব দাবা ফেডারেশন) কর্তৃক আয়োজিত (অনূর্ধ্ব ১০ বিভাগে) বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে সর্বার্থ মণি স্বর্ণপদক জিতেছেন এবং ঐশিক মন্ডল রৌপ্যপদক ঘরে তুলেছেন। এই দুই তরুণ দাবা তারকাকে নিয়ে আমরা গর্বিত। বিশ্ব মঞ্চে তোমাদের অসাধারণ সাফল্য আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। তোমাদের দু’জনেরই আগামী যাত্রায় অব্যাহত সাফল্য কামনা করছি!”

প্রসঙ্গত, অতি সম্প্রতি এই প্রতিযোগিতায়
ভারত থেকে তিনজন স্বর্ণ পদক পান বিশ্ব কাপ ২০২৫- এ। এঁরা হলেন- সর্বার্থ মণি, ডিভি বিজেশ এবং প্রতীতী বরদলৈ যথাক্রমে অনুর্ধ-১০ ওপেন, অনুর্ধ-১০ বালিকা এবং অনুর্ধ-১২ বালিকা বিভাগে। সর্বার্থর দ্বিতীয় স্তরের প্রতিপক্ষ ছিলেন স্বদেশবাসী ঐশিক। দু’জনেই আবার পশ্চিমবঙ্গের। প্রথম দুটি ক্লাসিকাল খেলা ড্র হওয়ার পর, সর্বার্থ দুটি রাপিড টাই-ব্রেক খেলায় জিতে চ্যাম্পিয়ন হন। ঐশিক দ্বিতীয় স্থান অধিকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *