আমাদের ভারত, ১৫ জুলাই: মহাকাশচারী শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার তিনি নিজের এক্স হ্যান্ডেলে এই শুভেচ্ছাবার্তা পোস্ট করেন। তিনি লিখেছেন, “শুভাংশু শুক্লা, আপনাকে স্বাগতম! আমরা সত্যিই খুশি, যে আপনি ফিরে এসেছেন। আপনি যা করেছেন তা আমাদের জন্য গর্বের বিষয়। আপনাকে এবং আপনার দলের সদস্যদের অভিনন্দন। আপনার পরিবারের জন্য শুভকামনা।”
১৮ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গীরা। সোমবার পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার প্রশান্ত মহাসাগরে ঘড়ি মিলিয়ে নেমে আসে তাঁর ক্যাপসুল।