নীল বনিক, আমাদের ভারত, ২৮ জানুয়ারি: পুরভোটের আগে স্কুল, কলেজের শিক্ষকদের বড় উপহার রাজ্য সরকারের। যেসব স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নিজেদের জেলায় কাজ করতে চান এবার তারা সেই জেলাতেই কাজ করার সুযোগ পাবেন।
এতদিন যা চেয়েও পাননি শিক্ষরা এবার তা সহজেই পাবেন। চাকরির জন্য এক একজন শিক্ষককে নিজের জেলা ছেড়ে অন্য জেলায় যেতে হয়। এজন্য দিনের একটা বড় সময় ব্যয় হয়। অনেকে নিজের বাড়ি ছেড়ে স্কুলের আশেপাশে ভাড়া থাকেন। এখন শিক্ষক-শিক্ষিকারা নিজেদের জেলাতেই স্কুলে চাকরি করার সুযোগ পাবেন। সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজোর প্রাক্কালে আজ মঙ্গলবার টুইটে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি জানিয়েছেন, শিক্ষকরাই আমাদের মূল অভিভাবক। সমাজ এবং রাষ্ট্র গঠনে তাদের বড় অবদান রয়েছে। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সরস্বতী পুজোর আগে এই সিদ্ধান্ত। এবার থেকে শিক্ষদের নিজের জেলাতেই নিয়োগ করা হবে। এই ঐতিহাসিক সিদ্ধান্তে শিক্ষকরা তাদের পরিবারকে সময় দিতে পারবেন, পাশাপাশি জাতি গঠনে পূর্ণ মনোযোগ দিতে পারবেন
মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে লাভভবান হবেন রাজ্যের হাজার হাজার শিক্ষক। তবে রাজ্যের এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক ফায়দা দেখছে ওয়াকিবহাল মহল। তাদের মতে সামনেই পুরভোট। তারআগে শিক্ষকদের বদলি সক্রান্ত এমন সিদ্ধান্তে খুশি হবেন শিক্ষকরা।