নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ আনলেন দিলীপ ঘোষ। শনিবার সল্টলেকে বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেন, এরাজ্যে তৃণমূলের নেতারা লকডাউন মানছেন না। রাজ্যের শাসক দলের নেতারা রাস্তায় ঘুরছেন। অথচ বিজেপি নেতারা ত্রাণ নিয়ে রাস্তায় নামলে গ্রেফতার করছে পুলিশ। বিজেপি সাংসদের ঘরে আটকে রাখছে পুলিশ। আর সেই ছবি রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন।
ত্রাণ নিয়ে পুরোপুরি রাজনীতি চলছে। রেশন দোকানে লুঠ করছে শাসক দলের নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো চালের বস্তা তৃণমূলের নেতাদের ঘরে পাওয়া যাচ্ছে। বিজেপি করলেই তাদের ত্রাণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ দিলীপ ঘোষের। কেন্দ্রীয় সরকারের দেওয়া চাল রাজ্যের মানুষের ঘরে পৌচ্ছাছে না। খাদ্যের জন্য হাহাকার চলছে। সবার আগে মুখ্যমন্ত্রীর ত্রাণ নিয়ে রাজনীতি বন্ধ করা উচিত বলেও এদিন জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।