অসহায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সহায়তা মালিয়াড়া পুলিশের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ মার্চ: অ্যাডমিট কার্ড ফেলে আসা এক পরীক্ষার্থীর সহায়তায় এগিয়ে এলেন মালিয়াড়া ফাঁড়ির পুলিশ। সোমবার উচ্চ মাধ্যমিকের কলা বিভাগের ইতিহাস পরীক্ষা ছিল। এদিন সেই ছাত্রী পুলিশের সহায়তায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে তার পরীক্ষা দিতে পারলেন। পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি পরীক্ষার্থী ও তার পরিবারের লোকজন।

জানাগেছে, মেজিয়া থানার জপমালী দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বানজোড়া গ্রামের শিউলি গরাই’য়ের পরীক্ষা কেন্দ্র ছিল বড়জোড়া থানার ঘুটগোড়িয়া উচ্চ বিদ্যালয়ে। এদিন সে মালিয়াড়ায় বাস ধরতে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ খেয়াল হল সে তার অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছেন। হতভম্ব হয়ে পড়েন পরীক্ষার্থী শিউলি গরাই। পুনরায় বাড়ি থেকে অ্যাডমিট এনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো অসম্ভব জেনে সে মালিয়াড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে সব জানান।

তাকে সাহায্য করতে এগিয়ে আসেন ফাঁড়ির পুলিশ কাকু প্রবীর দাস। প্রবীরবাবু সঙ্গে সঙ্গে মোটরবাইকে নিয়ে তার বাড়ি থেকে অ্যাডমিট এনে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *