আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৩ নভেম্বর: ধর্ষক কাউন্সিলর হটাও। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দাবিতে নাগরিক মঞ্চের নামে পোস্টার পড়ল বীরভূমের রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এমন পোষ্টারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি বীরভূমের রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের। সোমবার সকালে ওয়ার্ডের বিভিন্ন দেওয়ালে সাদা কাগজে এমনই পোস্টার দেখা গেল। রামপুরহাট নাগরিক মঞ্চের এই পোস্টার দেখা যায়।

গত ৩০ অক্টোবর বীরভূমের রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ২ বারের নির্বাচিত কাউন্সিলর তথা শহর তৃণমূল কমিটির সহ সভাপতি প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কুর বিরুদ্ধে রামপুরহাট থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী। সেই অভিযোগের পর ২৪ ঘন্টার মধ্যে দলের সমস্ত পদ থেকে তাকে অপসারণ করে তৃণমূল কংগ্রেস। কিন্তু ঘটনার পর পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। অথচ সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন অভিযুক্ত কাউন্সিলর। এমনকি মোবাইল ফোনে এবং সমাজ মাধ্যমে সর্বদা সচল রয়েছেন তিনি। তরুণীর অভিযোগ, দল তাকে বহিষ্কার করলেও একটা অংশ গ্রেফতার না করার জন্য চাপ সৃষ্টি করে চলেছে। তাই পুলিশ তাকে গ্রেফতার করছে না।”

এদিকে সোমবার অভিযুক্ত কাউন্সিলরের নির্বাচিত ওয়ার্ডেই একাধিক এলাকায় কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিরোধীরা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।


