আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ জানুয়ারি: মকর পরবে মেতে উঠেছে জঙ্গলমহল। সেখানকার প্রতিটা বাড়িতেই তৈরি হচ্ছে মাংস পিঠে। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার বাড়িতেও তৈরি হচ্ছে মাংস পিঠে। মন্ত্রী এবং তার মা চুনীবালা হাঁসদা হাতে হাত লাগিয়ে তৈরি করছেন সুস্বাদু মাংস পিঠে।

মকর পরবে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর পাশাপাশি মকর পরববে সকলকে সুস্থ ও আনন্দ থাকার বার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, “জঙ্গলমহলের এটাই সবচেয়ে বড় উৎসব। বাড়িতে বাড়িতে মাংস পিঠে হচ্ছে। আমাদের বাড়িতেও মাংস পিঠে তৈরি করছি। সবাই মিলে মাংসপিঠে খাব “।

