নতুন সেতুর কাজের জন্য বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ মাঝেরহাট আন্ডারপাস

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৮ ডিসেম্বর:
এমনিতেই মাঝেরহাট ব্রিজ ভেঙ্গে পড়ার পর কলকাতার মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়েছে দক্ষিণ অংশ। যদিও বেইলি ব্রিজ এবং মাঝেরহাট আন্ডারপাসের মাধ্যমে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টাও করা হয়েছে। কিন্তু নতুন সেতুর কাজের কারণে এবার বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হল মাঝেরহাট আন্ডারপাস। যার ফলে আলিপুর, নিউ আলিপুর এবং ডায়মন্ড হারবার রোডে হতে পারে প্রবল যানজট হবে, এমনই আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর দুপুরে আচমকাই ভেঙ্গে পড়ে মাঝেরহাট ব্রিজ। ঘটনায় মৃত্যু হয় ৩ জনের, আহত হন ২৫ জন। ঘটনার পর সেই সেতু ভেঙ্গে ফের ১ বছরের মধ্যে নতুন সেতু তৈরির কথা বললেও তা এখনও কার্যকর হয়নি।

যদিও এ বিষয়ে রাজ্যের পূর্ত দপ্তরের দাবি, ব্রিজের যে অংশগুলি পূর্ত দপ্তরের অধীনে তার কাজ সঠিক সময়ে শেষ হয়েছে। কিন্তু রেলের অংশের কাজের জন্য রেলওয়ে সেফটি কমিশনের ছাড়পত্র লাগে। নভেম্বর পর্যন্তও সেই ছাড়পত্র না আসায় আটকে রয়েছে কাজ।

বিষয়টি নিয়ে রেলমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। পরে জানা যায়, রেল মন্ত্রকের তরফে নবান্নে চিঠি দিয়ে ব্রিজের নকশা নিয়ে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছিল। সেই তথ্য নবান্ন থেকে দিতে দেরি হওয়ায় কাজ আটকে যায়। তবে শেষ পর্যন্ত নবান্নের তরফে কাগজপত্র পাঠানো হলে রেলের তরফে মেলে সবুজ সংকেত। আর সেই কারণেই সেতুর শেষ ধাপের কাজের কারণে বুধবার থেকে বন্ধ থাকবে আন্ডারপাস।

কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডায়মন্ড হারবার রোড দিয়ে আসা যানবাহন রাজা সন্তোষ রোড ব্যবহার করতে পারবে না। একইভাবে রাজা সন্তোষ রোডের গাড়ি ডায়মন্ড হারবার রোড দিয়ে যেতে পারবে না । সেই সূত্রে কলকাতা পুলিশের তরফে আবেদন করা হয়েছে, ডায়মন্ড হারবার রোডে যাওয়ার জন্য আলিপুর-বর্ধমান রোড ব্যবহার করতে হবে । বিশেষ গাড়ি ছাড়া রাজা সন্তোষ রোড আলিপুর রোড ক্রসিং থেকে উত্তরের দিকে গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *