আমাদের ভারত, নদীয়া, ২১ অক্টোবর: হাইকোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যে পুজো মণ্ডপের নো এন্ট্রি বোর্ড লাগানো এবং পাঁচ মিটারের মধ্যে পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নদিয়ার মাজদিয়া নাঘাটা গ্রাম বারোয়ারি পুজো কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঞ্চাশ হাজার অনুদানের টাকার পঁচাত্তর শতাংশ খরচ করা হবে মারণ রোগ করোনা প্রতিরোধে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে। এছাড়া, এলাকার দুস্থ মানুষ যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন তাদের সাহায্য করা হবে বলে জানান বারোয়ারীর এক সদস্য অজয় বিশ্বাস।
তিনি বলেন, ভয়াবহ করোনা থেকে বাঁচতে স্বাস্থ্য বিধি মানতেই হবে। সেকারনে আমরা প্রত্যেকেই বলব, সতর্কতা অবলম্বন করে এই রোগকে প্রতিহত করুন। কেন না সতর্ক না থাকলে এই রোগ প্রতিহত করা সম্ভব নয়। আমরা দার্শনাথীদের বলব অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করুন। দূরত্ব বজায় রেখে চলুন। যদি সম্ভব হয় এবার বাড়ি থেকে বের হবেন না। কোনও রকম ভিড়ে যাবেন না।