গোপাল রায়, আরামবাগ, ১১ আগস্ট: আরামবাগের হরিণখোলা এলাকায় তৃণমূল কর্মী ইসরাইল খানের খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ। অভিযুক্তর নাম শেখ তাইবুল। জানা গেছে, মঙ্গলবার হুগলীর উত্তরপাড়ার গোপন ডেরা থেকে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে হরিণখোলা পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা লাল্টু খাঁ ও জেলা সভাধিপতি মেহবুব রহমানের ভাই প্রাক্তন বিধায়ক পারভেজ রহমানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব। লাল্টু খাঁয়ের অভিযোগ, পারভেজ তার লোকজন নিয়ে ঘোলতাজপুর এলাকায় এসে তাঁর অনুগামীদের উপর আক্রমন চালায়। চলে মুড়ি মুড়কির মতো বোমাবাজি। এমনকি কয়েক রাউন্ড গুলিও চালায় পারভেজের লোকজন। গুলির আঘাতে মৃত্যু হয় ইসরাইল খান ওরফে চন্দন নামে এক ব্যক্তির। খুনের ঘটনায় এর আগেই ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনায় মূল অভিযুক্তকে নিয়ে মোট পাঁচজন গ্রেপ্তার হল। বুধবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে।

