আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ নভেম্বর: এক সপ্তাহে তিনটি বাড়িতে চুরি। জলপাইগুড়ি শহরের ওয়াকারগঞ্জ, টোপামারি ও রায়কত পাড়ায় তিন’টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। চুরি হয় সোনা, টাকা সঙ্গে বাড়ির দলিল সহ প্রয়োজনীয় কাগজ। চুরির পর প্রত্যেকটি বাড়িতে সিনেমায় কায়দায় চিঠি দিয়ে প্রয়োজনীয় কাগজ ফিরে পাওয়ার জন্য লক্ষাধিক টাকা দাবি করে দুষ্কৃতীরা। এমনকি টাকা দিতে না পারলে সোনা দিলেও নেওয়া হবে, সেটাও চিঠিতে উল্লেখ করা হয় বলে দাবি চুরি যাওয়া বাড়ির পরিবারের সদস্যদের।
এক বাড়িতে পর পর তিনটি চিঠি দেওয়া হয়। এরকম অভিযোগ পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ধন্দে পরে যায়। অবশেষে চিঠি দিতে আসা এক টোটো চালককে জেরা করে মূল দুষ্কৃতী সুদীপ রায়কে গ্রেফতার করল সাদা পোশাকের পুলিশ। ধৃত যুবক ওয়াকারগঞ্জের বাসিন্দা। এর আগেও একাধিক অসামাজিক কাজ, গাড়ি অপহরণ করার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে বলে জানায় পুলিশ। ধৃতকে জেলা আদালতে সিজেএম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) আদালতে তুলে পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে নিল পুলিশ।
মূল অভিযুক্ত সুদীপকে লাগাতার জেরা করা হলেও মূখ ও বধিরের অভিনয় করে বলে দাবি পুলিশের। এরপর সুদীপের পরিবারের সাহায্য নেয় পুলিশ। এ দিন চুরি ও চিঠি দেওয়ার ঘটনা স্বীকার করে সে।
উত্তর রায়কত পাড়ার বাসিন্দা বিউটি রায় বলেন,” এরকম ঘটনা আগে দেখিনি ও শুনিনি। পুরো হিন্দি সিনেমা।”
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “সুদীপ রায়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।”