আমাদের ভারত, ৭ জানুয়ারি: ৯ দফা দাবিতে সারা বাংলা পরিচারিকা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে বুধবার খড়্গপুর শহরের উপ শ্রম কমিশনারের অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেওয়া দেওয়া হয়।

মিছিল করে ডিএলসি অফিসে পৌঁছানো শতাধিক পরিচারিকার বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির নেতৃবৃন্দ। প্রতিনিধিরা ডিএলসি’র মাধ্যমে শ্রমমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেন। ডিএলসি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (বি এম এস এস ওয়াই)-তে সকল পরিচারিকাকে অন্তর্ভুক্ত করার সবরকম জটিলতা দূর করার আশ্বাস দেন।
তাঁদের দাবিগুলোর মধ্যে আছে, সরকার নির্ধারিত ন্যূনতম বেতন পাওয়া সুনিশ্চিত করা, সবেতন সাপ্তাহিক ছুটি, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে সকল পরিচারিকাকে অন্তর্ভুক্ত করার সবরকম জটিলতা দূর করা, বছরে একবার এক মাসের বেতন বোনাস হিসাবে পাওয়া, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ সুনিশ্চিত করা প্রভৃতি।

