মহুয়া মৈত্রের নিজের মূল্য দু’পয়সা, তাই তিনি এমন কুরুচিকর মন্তব্য করেছেন, বললেন বিজেপি নেতা অনুপম হাজরা

আমাদের ভারত, হাবড়া, ৭ ডিসেম্বর: নদিয়ায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংবাদিকদের উদ্দেশে করা ‘দু’পয়সার প্রেস’ মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। অনুপম বলেন, ‘সংবাদমাধ্যম হল গণতন্ত্রের চতু্র্থ স্তম্ভ। পার্লামেন্টের একজন সদস্যের উচিত তাকে সম্মান জানানো। মহুয়া মৈত্রের সম্ভবত নিজের মূল্য দু’পয়সা। তাই তিনি সাংবাদিকদের উদ্দেশে এমন কুরুচিকর মন্তব্য করেছেন। আমি মনে করি, সমস্ত সংবাদমাধ্যমের ঐক্যবদ্ধভাবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। উচিত ওঁকে বয়কট করা।’ সোমবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা অনুপম হাজরা।

আগে পুলিশ ছিল দলদাস। এখন পুলিশ হল মুলোদাস।
ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা তথাগত রায়। উত্তরবঙ্গে দলীয় এক কর্মীর মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘যে তৃণমূল পুলিশের গুলিতে তাদের দলীয় কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানাতে ঘটা করে একুশে জুলাই পালন করে, সেই তৃণমূল সরকারের পুলিশ এখন বিজেপি কর্মীদের গুলি করে মারছে। পুলিশ এখন শুধু আর তৃণমূলের দলদাস নেই। এখন মুলোদাসে পরিণত হয়েছে। ওই কর্মসূচিতে ছিলেন বিধায়ক সব্যসাচী দত্ত, রীতেশ তিওয়ারি ও বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *