আমাদের ভারত, ২৩ নভেম্বর: টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই অভিযোগ নিয়ে রীতিমত ঝড় উঠেছে জাতীয় রাজনীতিতে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি। এর মধ্যে এই প্রশ্ন করার বিষয়ে নিয়ম আরো কড়া হচ্ছে বলে জানাগেছে। সংসদীয় ওয়েবসাইটে লগ ইন করতে কোনভাবে তৃতীয় পক্ষ যেনো ওয়েবসাইটে ঢুকে কোনো সাংসদের তরফে প্রশ্ন করতে না পারে তা নিশ্চিত করতে পদক্ষেপ করা হয়েছে।
এবার থেকে একটি ওটিপি ওই সংশ্লিষ্ট সাংসদের রেজিস্টার মোবাইলে পৌঁছাবে। একমাত্র সেই ওটিপি দিয়েই ওই ওয়েবসাইটে ঢোকার প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ, নিজের লগ ইন আইডি ও পাসওয়ার্ড অন্য কাউকে দিয়েছেন তিনি। দুবাই থেকে সেই পাসওয়ার্ড দিয়ে সংসদের ই-মেল অ্যাকাউন্টে লগ ইন হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু মহুয়া মৈত্র জানিয়েছেন, তার দেওয়া প্রশ্ন অন্য অফিসের এক কর্মীকে দিয়ে তিনি টাইপ করিয়েছিলেন। যতবার তিনি প্রশ্ন তৈরি করেছিলেন ততবারই অ্যাকাউন্টে লগইন করে প্রশ্ন টাইপ করা হয়েছে। আর তার দাবি, সবটাই হয়েছে তার জ্ঞাতার্থে। এই কথা তিনি সংবাদমাধ্যমেও জানিয়েছেন।
কিন্তু তার এই বক্তব্য থেকে বিতর্ক শুরু হয়েছে। কেন সাংসদ নিজের ই- মেইল আইডি, পাসওয়ার্ড অন্য কাউকে দিলেন? কেন বিদেশ থেকে লগ ইন হলো? এ প্রশ্নগুলো ঝড় তোলার মাঝেই সংসদের ওয়েবসাইটে লগ ইনের নিয়ম বদলে আরো কড়া ব্যবস্থা নেওয়ার পদক্ষেপের কথা জানা গেল।

