BJP, march, Bankura, সন্দেশখালিতে মহিলাদের উপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে বাঁকুড়ায় মহিলা মোর্চার বিক্ষোভ মিছিল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ ফেব্রুয়ারি: সন্দেশখালিতে মহিলাদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে আজ দুপুরে মহিলা মোর্চার উদ্যোগে শহরজুড়ে এক বিক্ষোভ মিছিল বের হয়। “সন্দেশখালি বিচার চায়, মুখ্যমন্ত্রী হায় হায়” শ্লোগান তুলে ঝাঁটা, জুতো হাতে মহিলারা তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। মিছিলে জেলার মহিলা নেত্রী মণিকা দত্ত, বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল, বিধায়ক নিলাদ্রী দানা সামিল হন মিছিলে। মিছিল থেকেই সন্দেশখালির খলনায়ক শেখ শাজাহানের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মোর্চার পক্ষ থেকে অভিযোগ করা হয়, সন্দেশখালিতে মা বোনদের উপর অকথ্য অত্যাচার সত্বেও পুলিশ কেন তাকে এখনো গ্ৰেপ্তার করতে পারেনি, এটা অপদার্থতার নমুনা। আসলে তাকে বাঁচানোর অপচেষ্টা চলছে সেটা পরিষ্কার, বাংলার জনগণ এর সঠিক বিচার করবেন, সেইদিন আসন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *