সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ জানুয়ারি: গতকাল সন্দেশখালিতে ইডির উপর হামলায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আজ বাঁকুড়া জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
রেশন দুর্নীতি কান্ডে খাদ্য মন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ট তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি করতে গিয়ে নজীরবিহীন বিক্ষোভের মুখে পড়েন। পরিকল্পনা মাফিক তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তিন ইডি আধিকারিকের মাথা ফেটে যায়। এই ঘটনায় রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। উঠেছে প্রতিবাদের ঝড়।

এ প্রসঙ্গে বিক্ষোভে সামিল হয়ে বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা বলেন, গতকালের সন্দেশখালির ঘটনার তীব্র ধিক্কার জানাই। যেভাবে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছে তাতে সংবিধানের অবমাননা করা হয়েছে। অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্ৰহণের দাবি জানান তিনি।

