আমাদের ভারত, ২২ জানুয়ারি:
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাত দিয়েই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো ভারতবর্ষে। ভগবান রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হল। গোটা দেশ সাক্ষী থাকল এই মহেন্দ্রক্ষণের। অযোধ্যায় সূচনা হলো এক নতুন যুগের।
অভিজিৎ মুহূর্ত ৮৪ সেকেন্ডের মধ্যে রামলালের মূর্তিতে বৈদিক মন্ত্রচরণের মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। দ্বাদশীর দিনে শুভক্ষণে রাম লালার প্রাতিমার প্রাণ প্রতিষ্ঠা করলেন তিনি।
https://x.com/ANI/status/1749326251402412394?t=vABpgnRy8bWj8Ei36P5UJg&s=08
গত ১১ দিন ধরে এর জন্য কঠোর ব্রত পালন করছিলেন প্রধানমন্ত্রী। একেবারে ঘড়ির কাঁটা ধরে সমস্ত অনুষ্ঠান হয়েছে অযোধ্যায়। মন্দিরে পা রাখার আগে রামজন্মভূমি চত্তর প্রদক্ষিণ করেন প্রধানমন্ত্রী। সকাল ১০ঃ৪৫ মিনিটে পৌছেছিলেন। নিপুন ভাবে তারপর একে একে সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী।
https://x.com/ANI/status/1749327097385120244?t=ZMXznFcCTPcdsnMw024yow&s=08
প্রাণ প্রতিষ্ঠার প্রধান যজমান হয়েছিলেন মোদী। গর্ভগৃহে হেঁটে প্রবেশ করেন। হাতে ছিল রুপোর চাঁদোয়া পূজার উপকরণ। তারপর মন্দিরের ভেতর মোহন ভাগবতকে সঙ্গে নিয়ে পুজোয় বসেন তিনি। চক্ষুদানের সংকল্প করেন প্রধানমন্ত্রী। পদ্ম ফুল দিয়ে রামের পায়ে পুষ্পাঞ্জলি দেন তিনি। সেই সময় হেলিকপ্টারে রাম মন্দিরের উপর পুষ্পবৃষ্টি হয়। অযোধ্যায় ভগবানকে রামকে শিশু বালক রূপে পূজা করা হবে।
https://x.com/ANI/status/1749326986810626228?t=qn5lDUO6tGNe9zTTXQJqBA&s=08