আমাদের ভারত, ২০ নভেম্বর: লোকসভা নির্বাচনের মাত্র ৬ মাস পরেই মহারাষ্ট্র এবং ঝাড়খন্ড বিধানসভা ভোট হলো। এই ভোটের ফলাফল কোন দিকে তার দিকে তাকিয়ে সকলেই। বিজেপি কি জিতবে? বুধবার মহারাষ্ট্রে ২২৮টি আসনে এক দফায় ভোট গ্রহণ হয়েছে, একই সঙ্গে দ্বিতীয় তথা শেষ দফায় ভোট হয়েছে ঝাড়খণ্ডের ৮১টির মধ্যে ৩৮টি আসনে। আর ভোটদান পর্ব মিটতেই নির্বাচনী বিধি মেনে বিভিন্ন চ্যানেলে প্রকাশিত হয়েছে বুথ ফেরত সমীক্ষা। অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি জোটের জয়ের পূর্বাভাস মিলেছে। যদিও ইতিহাস বলছে অনেক সময়েই এই সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল মেলেনি।
২২৮ আসনে মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৪৫ হলো ম্যাজিক ফিগার। ক্ষমতাসীন বিজেপি শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) মহাজুটি জোট এবং বিরোধী কংগ্রেস শিবসেনা (ঠাকরে গোষ্ঠী) এনসিপি, মহাবিকাশ আঘারে জোটের মধ্যে। এছাড়াও মহারাষ্ট্রে নবনির্মাণ সেনা বহু জন বিকাশ আঘারি, বঞ্চিত বহুজন আঘারি, মিম সহ বেশ কয়েকটি আঞ্চলিক দল লড়াই করছে।
চাণক্যর বুথ ফেরত সমীক্ষা বলছে মহাজুটি জোট ১৫৫-১৬০, মহা বিকাশ আঘারি ১৩০-১৩৮ আসনে জিততে পারে। অন্যান্যরা ৬-৮টি আসনে। মেট্রিজের বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত বিজেপি জোট ১৫০-১৭০, মহা বিকাশ আঘারি ১১০- ১৩০, অন্যান্যরা ৮-১০টি আসনে জিততে পারে। পি মার্কের পূর্বাভাসে বিজেপি জোট ১৬৭ -১৩৭, বিরোধীরা ১২৬- ১৪৬, অন্যান্যরা ২-৮টি আসন পেতে পারে। দৈনিক ভাস্করের পূর্বাভাসে বিরোধী জোট ১৩৫ থেকে ১৫০ আসন পেতে পারে। বিজেপি ১২৫ থেকে ১৪০ আসন পেতে পারে। অন্যান্যরা ২০- ২৫টি আসনে জিততে পারে, এর ফলে তারা সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নেবেন নির্দল ছোট দলগুলি।
এদিকে ৮১ আসনের ঝাড়খন্ডে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৪২টি আসন প্রয়োজন। ক্ষমতাসীন মহাগঠবন্ধন এবার জে এম এম, কংগ্রেস, আরজেডির সঙ্গে রয়েছে বাম দল সিপিআইএম লিবারেশন। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ’তে এবার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর অল ঝাড়খান্ড স্টুডেন্ট ইউনিয়ন, নীতিশ কুমারের দল।
ঝাড়খণ্ডে অ্যাক্সিস মাইন্ড ইন্ডিয়ার পূর্বাভাস অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৫৩, ইন্ডিয়া ২৫ এবং অন্যান্যরা তিনটি বিধানসভা আসনে জিততে পারে। ম্যাট্রিজ অনুযায়ী খান অনুযায়ী এনডিএ ৪২ থেকে ৪৭, ইন্ডিয়া ২৫ থেকে ৩০, অন্যান্যরা ১ থেকে ৪ আসনে জিততে পারে। চাণক্য অনুযায়ী এনডিএ ৪৫- ৫০, ইন্ডিয়া ৩৫- ৩৮, অন্যান্যরা ৩ থেকে ৫ আসন পেতে পারে। পি মার্ক অনুযায়ী বিজেপি জোট ৩১ থেকে ৪০, ইন্ডিয়া ৩৭ থেকে ৪৭, অন্যরা এক থেকে ছয়টি আসনে জিততে পারে।
তৃতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় ভোট হয়েছে। হরিয়ানায় নজির তৈরি করে হ্যাটট্রিক করে জিতেছে বিজেপি। জম্মু-কাশ্মীরে ক্ষমতায় না আসতে পারলেও এক দশকে আসন বেড়েছে বিজেপির। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র ও ঝাড়খন্ডের ভোটের ফলাফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ জাতীয় রাজনীতির ক্ষেত্রেও।