আমাদের ভারত, ২১ জুলাই: শ্রাবণ মাসের প্রথম সোমবার শুভেচ্ছাবার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল।
সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন,
“কর্পূরগৌরং করুণাবতারং
সংসারসারং ভুজগেন্দ্রহারম্।
সদা বসন্তং হৃদয়ারবিন্দে
ভবং ভবানীসহিতং নমামি॥”
আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই পবিত্র দিনে দেবাদিদেব মহাদেবের চরণে প্রার্থনা করি তিনি যেন দুঃখ, ক্লেশ, অশান্তি দূর করে আমাদের জীবন ভরে তোলেন শান্তি, সৌভাগ্য ও শিবকৃপায়।
আমাদের জীবনে আসুক আলোক, প্রজ্ঞা ও পরম শিবভক্তি। মহাদেবের আশীর্বাদে প্রত্যেকে লাভ করুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু।”
অগ্নিমিত্রা পাল এক্সবার্তায় লিখেছেন, “ওঁ নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। শ্রাবণ মাসের প্রথম শুভ সোমবারে শিবের আশীর্বাদে হোক জীবন উদার। শান্তি, ভক্তি আর মঙ্গল হোক সবার, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই হৃদয়ের অন্তর থেকে।”
প্রসঙ্গত, আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসকে সবচেয়ে পবিত্র মাস বলে মনে করা হয়। এই বছর ইংরাজি ক্যালেন্ডারের ১৭ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে। এই মাসকে মহাদেবের মাস বলে মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা। সোমবার মহাদেবের দিন হওয়ায় শ্রাবণের সোমবারগুলি বিশেষ মাহাত্ম্যপূর্ণ।